মালদা

ইটাহার থানার বিভিন্ন এলাকা জলমগ্ন। জলে ডুবে মৃত দুই

ইটাহার থানার বিভিন্ন এলাকা হয়ে পরেছে জলমগ্ন। প্রশাসনের তরফে খাদ্য সামগ্রী সহ ইসপিরিট বোড নামানো হয়েছে, সরুন এক ও সরুন দুই অঞ্চল দুর্গাপুর অঞ্চল গুলন্দর দুই অঞ্চলের বেশির ভাগ এলাকা জলমগ্ন। পারধা পোয়ালতোর ১১ নম্বর বীরঘই পঞ্চায়েত এর বহু এলাকা।

            ওই এলাকার শুভ সরকার(১৫) পিতা সুকমল সরকার ও রাজ সরকার (১৫) পিতা তপন সরকার তার এদিন পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজা-খুঁজির পরে তারা জানতে পারে পুকুরের জলে তলিয়ে গিয়েছে ওই দুই ছেলে। শেষে পুকুরে জাল নামিয়ে ৩ থেকে ৪ ঘন্টা খোঁজার পরে তাদের দুজনের মৃত্দেহ পাওয়া যায়। এলাকায় শোকের ছায়া।

            অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মহারাজপুর থেকে বামুহা ব্রিজ এ গতকাল দুই ছেলে ডুবে গিয়েছিল। আজ তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের দুইজনের বাড়ি মহারাজা মোড়ে। সুত্রের খবর এই নিয়ে রায়গঞ্জে মৃতের সংখ্যা বেড়ে দারিয়েছে আনুমানিক ১০জন।